Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০১৮

সাফল্য অগ্রগতি ও সম্পদ

সাফল্য ও অগ্রগতির ধারাবাহিকতায় জীবন বীমা কর্পোরেশন

 

পটভূমিঃ বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়। বীমা শিল্প জাতীয়করণের পর জীবন বীমা ব্যবসায় নিয়োজিত ৩৭টি কোম্পানীর সম্পদ ও দায়-দেনা নিয়ে প্রথমে সুরমা ও রূপসা নামে ২টি কর্পোরেশন এবং পরবর্তীতে উল্লিখিত কর্পোরেশনদ্বয়ের সমন্বয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৬নং আইন বলে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে জীবন বীমা কর্পোরেশন উহার ব্যবসায়িক কর্মকান্ড দ্বারা অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ ও জনসাধারণের মাঝে জীবন বীমা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। কর্পোরেশন ১৫.৭০ কোটি টাকা ঘাটতি, ২১.৮৩ কোটি টাকা লাইফ ফান্ড এবং ৬.৪৫ কোটি টাকা প্রিমিয়াম এবং বর্তমানে ১৭টি বাণিজ্যিক ভবনের মধ্যে ১০টি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভবনাদি নিয়ে এর কর্মকান্ড শুরু করে।

 

২.০ সম্পদ

 

২০১৬ সাল পর্যন্ত কর্পোরেশনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পুনর্মূল্য ৬২৭.৫৮ কোটি টাকা।

 

৩.০ স্থাবর সম্পত্তির বিবরণ

 

ক্র: নং

সম্পত্তির ধরণ

পরিমাণ

অবস্থান

সংখ্যা

১।

বাণিজ্যিক ভবন

৩৪০৭৩০ বর্গফুট

ঢাকা

০৭

২।

বাণিজ্যিক ভবন

৩৬৩৭৪ বর্গফুট

নারায়ণগঞ্জ

০২

৩।

বাণিজ্যিক ভবন

১৫৬৮৫৯ বর্গফুট

চট্টগ্রাম

০৫

৪।

বাণিজ্যিক ভবন

২৯৫১২ বর্গফুট

খুলনা

০১

৫।

বাণিজ্যিক ভবন

৯৫৭২ বর্গফুট

রাজশাহী

০১

৬।

বাণিজ্যিক ভবন

৬৮২০ বর্গফুট

রংপুর

০১

৭।

খালি জায়গা

০.৩৩ একর

মৌচাক, ঢাকা

০১

৮।

খালি জায়গা

১.৫৩ একর

চাকদা, নারায়ণগঞ্জ

০২

 

৪.০ সরকারের কাছে দায়-দেনাঃ

 

জীবন বীমা কর্পোরেশন একটি স্ব-অর্থায়িত (Sefl-financing) বাণিজ্যিক প্রতিষ্ঠান। সরকার থেকে এ কর্পোরেশনের কোন ভর্তুকীর প্রয়োজন হয় না। তাই সরকার বা ব্যাংকের কাছে কোন দেনা নেই।

 

৫.০ পলিসি পরিসংখ্যানঃ

 

২০১৬ সাল পর্যন্ত জীবন বীমা কর্পোরেশনের ব্যক্তি বীমা পলিসির সংখ্যা ৩,৬৮,৯৭৭(পেইড আপসহ)। এছাড়া সরকারি ও বেসরকারি ১৬৫ টি প্রতিষ্ঠানের প্রায় ১,০০,৪৮৯ জন গোষ্ঠি বীমার আওতায় রয়েছে।

 

৬.০ লাইফ ফান্ডঃ

 

২০১৬ পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী কর্পোরেশনের লাইফ ফান্ডের পরিমাণ ১৭৮২.৭২ কোটি টাকা।

 

৭.০ বিনিয়োগঃ

 

২০১৬ সালের সাময়িক হিসাব অনুযায়ী মোট বিনিয়োগের পরিমাণ ১৬৭১.৫৪ কোটি টাকা। এ বিপুল পরিমাণ বিনিয়োগ কর্পোরেশনের একটি বিরাট শক্তি (Strength)।

৮.০ বীমা স্কিমঃ

 

৩১টি বীমা স্কিম নিয়ে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

 

৯.০ দাবি পরিশোধঃ

 

জীবন বীমা কর্পোরেশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো দাবি পরিশোধ ক্ষমতা। শুধু ২০১৬ সালে জীবন বীমা কর্পোরেশন ২৭৭.১১ কোটি টাকা দাবি পরিশোধ করেছে (সাময়িক হিসাব অনুযায়ী)। বিগত ৫ (পাঁচ) বৎসরের দাবি পরিশোধের চিত্র নিম্নরূপঃ

 

সাল

কোটি টাকা

২০১২

২৫০.০১

২০১৩

২৫১.৬৬

২০১৪

২৮০.১৩

২০১৫

২৮৩.১৬

২০১৬

২৭৭.১১

 

কর্পোরেশনের গত ৫ বছরের দাবি প্রদান সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষণ করে দেখা যায় যে, প্রতি বছর কর্পোরেশন গড়ে মোট প্রিমিয়াম আয়ের গড়ে ৬১.৩৮ দাবি পরিশোধ করে থাকে যা শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানের জাতীয় বীমা কোম্পানীসমূহ, জীবন বীমা কোম্পানী মেটলাইফসহ অন্যান্য বেসরকারি বীমা কোম্পানীসমূহের দাবি পরিশোধ থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার। সুতরাং দাবি পরিশোধের ক্ষমতা জীবন বীমা কর্পোরেশনের অন্যতম শক্তি (Strength)। এই দাবি পরিশোধের মাধ্যমে কর্পোরেশন বীমা গ্রাহকদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে।

 

১০.০ ভ্যালুয়েশনঃ

 

২০১৩ ও ২০১৪ সালের দ্বি-বার্ষিক ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী নিম্নোক্ত হারে বীমা গ্রহীতাগণকে বোনাস প্রদানের সুপারিশ করা হয়েছে।

 

বীমাপত্রের শ্রেণী

বোনাসের হার (প্রতি হাজার টাকা বীমা অংকের জন্য)

 

আজীবন ও সীমিত আজীবন

টাঃ ৬২.০০

ব্যক্তিগত বীমা

মেয়াদী ও প্রত্যাশিত মেয়াদী বীমা

১০ বছর মেয়াদ পর্যন্ত

টাঃ ২১.০০

১১ থেকে ১৫ বছর মেয়াদ পর্যন্ত

টাঃ ৩২.০০

১৬ বছর ও তদুর্ধ্ব মেয়াদের জন্য

টাঃ ৫২.০০

গোষ্ঠী বীমা (১০০% সারভাইভাল)

১৫ বছর মেয়াদ পর্যন্ত

টাঃ ২০.০০

১৬ বছর ও তদুর্ধ্ব মেয়াদের জন্য

টাঃ ৩৫.০০


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon