ভূমিকা:
মেয়াদপূতির পূর্বে বীমাগ্রাহকের আর্থিক প্রয়োজন মেটানো এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। তাছাড়া প্রত্যাশিত মেয়াদী বীমা ক্রয়ের মাধ্যমে বীমাগ্রহক তার পোষ্যদেরও আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। বীমাকৃত অর্থ মেয়াদকালে তিন বার প্রদান করার ব্যবস্থা থাকায় এই বীমা ভবিষ্যতে আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম বিধায় প্রত্যাশিত মেয়াদী বীমা তিন কিস্তি বীমা হিসেবে বীমাগ্রাহক মহলে বিশেষভাবে পরিচিত। প্রত্যাশিত মেয়াদী বীমায় ১ম কিস্তির প্রাপ্ত অর্থ অন্যত্র বিনিয়োগ করে যে লভ্যাংশ পাওয়া যায় তা দিয়েই বীমার প্রিমিয়াম দেয়া সম্ভব । এটি একটি আকর্ষনীয় বীমা পরিকল্পনা।
যাদের জন্য উপযোগী :
বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা সকল শ্রেণীর ব্যক্তিবর্গ, যারা মেয়াদপূর্তীর পূর্বে বীমার টাকা পেতে আগ্রহী, তাদের জন্য এ বীমা স্কিমটি বিশেষভাবে উপযোগী।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: