Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২৪

প্রত্যাশিত মেয়াদী বীমা (টেবিল-০৫)

ভূমিকা:

মেয়াদপূতির পূর্বে বীমাগ্রাহকের আর্থিক প্রয়োজন মেটানো এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। তাছাড়া প্রত্যাশিত মেয়াদী বীমা ক্রয়ের মাধ্যমে বীমাগ্রহক তার পোষ্যদেরও আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। বীমাকৃত অর্থ মেয়াদকালে  তিন বার প্রদান করার ব্যবস্থা থাকায় এই বীমা ভবিষ্যতে আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম বিধায়  প্রত্যাশিত মেয়াদী বীমা তিন কিস্তি বীমা হিসেবে বীমাগ্রাহক মহলে বিশেষভাবে পরিচিত। প্রত্যাশিত মেয়াদী বীমায় ১ম কিস্তির প্রাপ্ত অর্থ অন্যত্র বিনিয়োগ করে  যে লভ্যাংশ পাওয়া যায় তা দিয়েই বীমার প্রিমিয়াম দেয়া সম্ভব । এটি একটি আকর্ষনীয় বীমা পরিকল্পনা।

 

যাদের জন্য উপযোগী :

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা সকল শ্রেণীর ব্যক্তিবর্গ, যারা মেয়াদপূর্তীর পূর্বে বীমার টাকা পেতে আগ্রহী, তাদের জন্য এ বীমা স্কিমটি বিশেষভাবে উপযোগী।  

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন বয়স ২০ বছর ও সর্বোচ্চ ৫০ বছর।
  • সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • বীমার মেয়াদ ১২, ১৫, ১৮, ২১, ২৪ ও ৩০ বছর হয়।
  • বীমাকৃত অর্থ মেয়াদকালে তিন কিস্তি প্রদান করা হয় ।
  • মেয়াদকালীন বিভিন্ন সময়ে দেয় কিস্তির পরিমাণ-মেয়াদের এক তৃতীয়াংশ কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের শতকরা  ২৫ ভাগ, দুই তৃতীযাংশ হওয়ার পরে আবার শতকরা ২৫ ভাগ, মেয়াদ শেষে বাকী ৫০ ভাগ।
  • প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করার সত্বেও বীমার মেয়াদকালে মৃত্যু হলে সম্পূর্ন বীমাকৃত টাকা লাভসহ প্রদান।
  • মেয়াদপূর্তিতে অর্জিত বোনাসসহ মূল বীমা অংক বীমাগ্রাহককে প্রদান।
  • এ বীমার সঙ্গে পারিবারিক নিরাপত্তা বীমা/পেনশন বীমা গ্রহণ করা যায় না।
  • এ বীমায় সহযোগী বীমা হিসেবে স্বাস্থ্য বীমা সুবিধা হিসেবে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করতে পারবে।
  • এ বীমায় সহযোগী বীমা হিসেবে মারাত্মক রোগের সুবিধা হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত  গ্রহণ করতে পারবে।
  • দুই বছর প্রিমিয়াম জমা দেয়ার পর ঋণ ও সর্মপণ মূল্য গ্রহণ করা যাবে।
  • এ বীমায় প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।