Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৪

ছেলেমেয়েদের শিক্ষা ও বিবাহ বীমা (লাভবিহীন) (টেবিল নং-৪৭)

ভূমিকা:

এই বীমা গ্রহণের মাধ্যমে অভিভাবকগণ তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গঠনের পথ সুগম করে থাকেন। এই পরিকল্পনা অন্তর্ভুক্ত বীমা সন্তানের উচ্চশিক্ষাজনিত বা বিবাহকালীন আর্থিক দুশ্চিন্তা থেকে তাঁদেরকে মুক্ত রাখে। কারণ, বীমাগ্রাহক তাদের উচ্চশিক্ষা, বিবাহ বা অন্য নানাবিধ বিশেষ ভবিষ্যৎ প্রয়োজনের সময় অথবা কালের দিকে লক্ষ্য রেখে উপযুক্ত মেয়াদের এই বীমা ক্রয় করলে, এ সমস্ত প্রয়োজনের সম্ভাব্য ব্যয় বীমার মাধ্যমে পেতে পারেন।

 

যাদের জন্য উপযোগী:

জীবন বীমা কর্পোরেশন এই বীমাটি সন্তানের শিক্ষা ও বিবাহ ব্যয় নির্বাহের জন্য চালু করেছে। যে সমস্ত পিতা-মাতা তার সন্তানের উচ্চ শিক্ষা ও বিবাহ ব্যয় নির্বাহের জন্য দুশ্চিন্তাগ্রস্থ তাদের জন্য এই পরিকল্পটি।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: প্রিমিয়াম দাতার প্রবেশকালীণ বয়স সর্বনিম্ন ২৫ এবং সর্বোচ্চ ৫০ বছর।
  • সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • মেয়াদ: ১০ - ২১ বছর ।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • যদি মেয়াদ-পূর্তির পূর্বে প্রিমিয়ামদাতার মৃত্যু হয়, তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদ-পূর্তি পর্যন্ত দেয় প্রিমিয়াম মওকুফ হয়ে যায়।
  • যে সন্তানের জন্য এই জাতীয় বীমাপত্র দেয়া হয়, বীমার মেয়াদকালে তার মৃত্যু ঘটলে প্রথম বছরের প্রিমিয়াম ছাড়া পরবর্তী বছরে প্রদত্ত সকল প্রিমিয়াম শতকরা ২ টাকা হার সুদে ফেরৎ দেয়া হয়, অন্যথায় বীমা অন্য কোন সন্তানের উপকারার্থে চালু রাখা যেতে পারে।
  • সন্তানের স্বার্থ সংরক্ষণকল্পে মেয়াদ শেষে বীমাপত্রে উলেখিত মনোনীত সন্তানকেই বীমার অর্থ দেয়া হয়।
  • এই বীমায় সমর্পণ মূল্য ও  ঋণ দেওয়া হয় না।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে  ।
  • এই বীমার সঙ্গে অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary benefit) গ্রহণ করা যাবে না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।