ভূমিকা:
এই বীমা গ্রহণের মাধ্যমে অভিভাবকগণ তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গঠনের পথ সুগম করে থাকেন। এই পরিকল্পনা অন্তর্ভুক্ত বীমা সন্তানের উচ্চশিক্ষাজনিত বা বিবাহকালীন আর্থিক দুশ্চিন্তা থেকে তাঁদেরকে মুক্ত রাখে। কারণ, বীমাগ্রাহক তাদের উচ্চশিক্ষা, বিবাহ বা অন্য নানাবিধ বিশেষ ভবিষ্যৎ প্রয়োজনের সময় অথবা কালের দিকে লক্ষ্য রেখে উপযুক্ত মেয়াদের এই বীমা ক্রয় করলে, এ সমস্ত প্রয়োজনের সম্ভাব্য ব্যয় বীমার মাধ্যমে পেতে পারেন।
যাদের জন্য উপযোগী:
জীবন বীমা কর্পোরেশন এই বীমাটি সন্তানের শিক্ষা ও বিবাহ ব্যয় নির্বাহের জন্য চালু করেছে। যে সমস্ত পিতা-মাতা তার সন্তানের উচ্চ শিক্ষা ও বিবাহ ব্যয় নির্বাহের জন্য দুশ্চিন্তাগ্রস্থ তাদের জন্য এই পরিকল্পটি।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: