Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২৪

নিশ্চিত বোনাস মেয়াদী বীমা (তালিকা নং-৪৮)

ভূমিকা:

এ পরিকল্পনায় বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে কিংবা নির্দিষ্ট মেয়াদ শেষে নিশ্চিত বোনাসসহ অর্থ প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করে। কোন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বীমাগ্রাহককে বোনাসসহ  বীমা অংক  প্রদান করা হয় বা বীমার মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যু হলে, মৃত্যুর পরেই বোনাসসহ বীমা অংক নমিনীকে প্রদান করা হয়।

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ,  অথবা অন্যান্য পেশাজীবি যারা কর্পোরেশনে লাভ-ক্ষতির উপর নির্ভর না করে গ্যারান্টিকৃত বোনাস  পেতে চায় তাদের জন্য এ  বীমাটি বিশেষ উপযোগী। এ পলিসিটি প্রতি হাজার বীমা অংকের জন্য বার্ষিক ২০ টাকা হারে বোনাস দেওয়া হয়।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ এবং ডাক্তারী পরীক্ষায় ‘উন্নতমান’ শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫৫ বছর এবং ‘অনুন্নতমান’ শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত এই বীমা গ্রহণ করা যায়।
  • মেয়াদ: ১৫, ২০, ২৫ ও ৩০ বছর।
  • মেয়াদপূর্তীকালীন বয়স সর্বোচ্চ ৭০ বছর কিন্তু অনুন্নতমান শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৬৫ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: বার্ষিক।
  • বীমার মেয়াদান্তে গ্যারান্টিকৃত বোনাসসহ বীমাকৃত টাকা প্রদান।
  • মেয়াদপূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে গ্যারান্টিকৃত বোনাসসহ বীমাকৃত টাকা নমিনীকে প্রদান।
  • এ বীমায় প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হবে।
  • এ পরিকল্পনায় মেয়াদী বীমা পলিসির মতই পরিশোধিত মূল্য, সমর্পণ মূল্য প্রদান করা হয়।
  • বীমাগ্রাহকের আর্থিক প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ প্রদান করা হয়।
  • এই পরিকল্পনায় কোন বীমা পলিসি কর্পোরেশন এর বিভাজ্য উদ্বৃত্তের অংশীদার হবে না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।