Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৪

মানি ব্যাক টার্ম পলিসি (লাভহীন) (টেবিল-৫০)

ভূমিকা:

তুলনামূলক কম প্রিমিয়ামে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করাই এ বীমা পরিকল্পনার প্রদান উদ্দেশ্য। তাছাড়া ঋণগ্রহীতার অনাকাঙ্খিত মৃত্যুতে  প্রিয়জন কে ঋণের দায় থেকে মুক্ত রাখতে স্বল্প প্রিমিয়ামের এই বীমার অবদান অপরিসীম।

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা অন্যান্য পেশাজীবী যারা অল্প প্রিমিয়াম দিয়ে জীবনের ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক। এছাড়াও যে সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি, প্রতিষ্ঠান হতে সুদমুক্ত অবস্থায় অর্থাৎ শুধুমাত্র জমাকৃত টাকা পেতে আগ্রহী তাদের জন্য এ আকর্ষনীয় বীমাটি উপযোগী।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
  • সর্বনিম্ন বীমা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। সর্বোচ্চ বীমার অঙ্ক  ৫,০০,০০০.০০ (পাঁচ লাখ) টাকা।
  • মেয়াদ: ১০, ১৫ ও ২০ বছর।
  • মেয়াদপূর্তীকালীন বয়স সর্বোচ্চ ৬০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি:  বার্ষিক।
  • মেয়াদ পূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত টাকা নমিনীকে  প্রদান করা হবে।
  • বীমা অংক, প্রিমিয়াম প্রদান পদ্ধতির জন্য রেয়াত প্রযোজ্য নয়।
  • এ বীমায় প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হবে।
  • বীমাগ্রহীতা মেয়াদান্তে (অতিরিক্ত প্রিমিয়াম বাদে) সকল প্রিমিয়াম ফেরত পাবে।
  • এ পরিকল্পনায় ঋণ ও পরিশোধিত মূল্য গ্রহণ প্রযোজ্য নয়, তবে কমপক্ষে ৬ বছর পলিসি চালু থাকলে সমর্পণযোগ্য।
  • এই বীমার সাথে কোন অতিরিক্ত বীমা সুবিধা গ্রহণ করা যাবে না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।