“বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি” (লাভসহ) টেবিল নং-৬০"
প্রেক্ষাপটঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী জীবন বীমা কর্পোরেশন এর নিযুক্ত কনসালটেন্ট অ্যাকচ্যুয়ারির মাধ্যমে মুজিববর্ষে একটি নতুন বীমা পলিসি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী “বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি”(লাভসহ), টেবিল-৬০, পলিসিটি বাজারজাতকরণের জন্য জীবন বীমা কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করে।
স্কীমটির গুরুত্ব
১। জীবন বীমা কর্পোরেশন জীবনে, জীবনান্তে ও আহত গ্রাহকের পাশে থাকার অঙ্গিকারাবদ্ধ।
২। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে ২০-৬৫ বছর বয়সের জনসংখ্যার প্রায় ১১ কোটি।
৩। জনসংখ্যার প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে দ্রুত গতিতে বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বৈশিষ্ট্যাবলীঃ
“বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি (লাভসহ)” একটি মেয়াদী(Endowment) বীমা পলিসি, মেয়াদ শেষে পেনশনে রুপান্তর করা যায়।
২. বীমা গ্রহণকালীণ বয়স সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ বয়স ৬০ বছর।
৩. পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
৪. সর্বনিম্ন বীমা অংক ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা)।বীমার মেয়াদ সর্বনিম্ন ৫ (পাঁচ) বৎসর।
৬. সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
৭. মেয়াদ শেষে বোনাসসহ এককালীন টাকা নেয়া যায় অথবা ১০,১৫ অথবা ২০ বছর মেয়াদে মাসিক পেনশন নেয়া যায়।
৮. পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে, নমিনি বোনাসসহ পূর্ণ বীমা অংক প্রাপ্ত হবেন।
৯. মেয়াদপূর্তিতে পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাবে।
১০. পেনশন প্রদান শুরুর পর বীমাগ্রাহকের মৃত্যু হলে, অবশিষ্ট সময়ের জন্য নমিনি পেনশন প্রাপ্ত হবেন। বীমার মেয়াদে শর্তানুযায়ী বীমাগ্রাহক পরিশোধিত মূল্য, সমর্পণ ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
১২. প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
১৩. বীমা অংক এবং দেয় পদ্ধতির উপর এ বীমায় কোন রিবেট প্রয়োজ্য নয়। দুই বছর প্রিমিয়াম দেয়ার পর পরিশোধিত মূল্য অর্জন করবে অর্থাৎ অপশন “সি” প্রয়োজ্য হবে।
১৫. প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য।
১৬. এই বীমায় অতিরিক্ত সুবিধা হিসেবে দূর্ঘটনা জনিত মৃত্যু বীমা (DIAB) গ্রহন করা যায়।
১৭. মহিলাদের জন্য বাধ্যতামূলক ৫% অতিরিক্ত Female Extra রহিত করা হয়েছে ।
সুবিধাবলী:
১. পেনশন প্রদান শুরুর হওয়ার পূর্বে অর্থাৎ বীমা চলাকালীন মেয়াদের মধ্যে যে কোন সময় অকাল মৃত্যুতে চালু মেয়াদের বোনাসসহ পূর্ণ বীমা অংক প্রাপ্তি সুবিধা।
২. (ক) মেয়াদ শেষে বোনাসসহ এককালীন ১০০% টাকা উত্তোলন করা যায়।
অথবা
২ (খ) মেয়াদ শেষে বোনাসসহ এককালীন ৫০% উত্তোলন এবং অবশিষ্ট অর্ধেক হারে মাসিক ভিত্তিতে ১০,১৫ অথবা ২০ বছর গ্যারান্টিকৃত পেনশন গ্রহণ করা যায়। অথবা,
২ (গ) মেয়াদ শেষে মাসিক ভিত্তিতে ১০০% ১০,১৫ অথবা ২০ বছর গ্যারান্টিকৃত পেনশন গ্রহণ করা যায়।
৩. গ্রাহকের সুবিধামত যে কোন অংকের মাসিক পেনশন গ্রহণ করা যায়।
প্রিমিয়াম হার:
নিকটতম জন্মদিনেবয়স |
পেনশন শুরু হওয়ার সময় বীমা গ্রাহকেরবয়স |
||||||||||
৫৫ |
৫৬ |
৫৭ |
৫৮ |
৫৯ |
৬০ |
৬১ |
৬২ |
৬৩ |
৬৪ |
৬৫ |
|
২০ |
২৪.০২ |
২৩.২৩ |
২২.৪৯ |
২১.৮০ |
২১.১৫ |
২০.৫৪ |
১৯.৯৭ |
১৯.৪৩ |
১৮.৯২ |
১৮.৪৫ |
১৮.০১ |
২১ |
২৪.৯৮ |
২৪.১৪ |
২৩.৩৫ |
২২.৬১ |
২১.৯২ |
২১.২৭ |
২০.৬৭ |
২০.১০ |
১৯.৫৬ |
১৯.০৬ |
১৮.৫৯ |
২২ |
২৬.০০ |
২৫.১০ |
২৪.২৬ |
২৩.৪৮ |
২২.৭৪ |
২২.০৫ |
২১.৪০ |
২০.৮০ |
২০.২৩ |
১৯.৭০ |
১৯.২০ |
২৩ |
২৭.০৯ |
২৬.১৩ |
২৫.২৩ |
২৪.৩৯ |
২৩.৬১ |
২২.৮৭ |
২২.১৯ |
২১.৫৪ |
২০.৯৪ |
২০.৩৮ |
১৯.৮৫ |
২৪ |
২৮.২৬ |
২৭.২৩ |
২৬.২৭ |
২৫.৩৭ |
২৪.৫৩ |
২৩.৭৫ |
২৩.০২ |
২২.৩৩ |
২১.৬৯ |
২১.০৯ |
২০.৫৪ |
২৫ |
২৯.৫২ |
২৮.৪১ |
২৭.৩৭ |
২৬.৪১ |
২৫.৫১ |
২৪.৬৮ |
২৩.৯০ |
২৩.১৭ |
২২.৪৯ |
২১.৮৫ |
২১.২৬ |
২৬ |
৩০.৮৭ |
২৯.৬৭ |
২৮.৫৬ |
২৭.৫৩ |
২৬.৫৭ |
২৫.৬৭ |
২৪.৮৪ |
২৪.০৬ |
২৩.৩৪ |
২২.৬৬ |
২২.০৩ |
২৭ |
৩২.৩২ |
৩১.০৩ |
২৯.৮৩ |
২৮.৭২ |
২৭.৬৯ |
২৬.৭৩ |
২৫.৮৪ |
২৫.০১ |
২৪.২৪ |
২৩.৫২ |
২২.৮৫ |
২৮ |
৩৩.৮৯ |
৩২.৪৯ |
৩১.২০ |
৩০.০১ |
২৮.৯০ |
২৭.৮৭ |
২৬.৯১ |
২৬.০৩ |
২৫.২০ |
২৪.৪৩ |
২৩.৭১ |
২৯ |
৩৫.৬০ |
৩৪.০৮ |
৩২.৬৮ |
৩১.৩৯ |
৩০.১৯ |
২৯.০৯ |
২৮.০৬ |
২৭.১১ |
২৬.২২ |
২৫.৪০ |
২৪.৬৪ |
৩০ |
৩৭.৪৪ |
৩৫.৭৯ |
৩৪.২৮ |
৩২.৮৮ |
৩১.৫৯ |
৩০.৪০ |
২৯.২৯ |
২৮.২৭ |
২৭.৩২ |
২৬.৪৪ |
২৫.৬২ |
প্রিমিয়াম হিসাব( চলমান..):
৩১ |
৩৯.৪৬ |
৩৭.৬৬ |
৩৬.০০ |
৩৪.৪৯ |
৩৩.০৯ |
৩১.৮০ |
৩০.৬১ |
২৯.৫১ |
২৮.৪৯ |
২৭.৫৫ |
২৬.৬৭ |
২ |
৪১.৬৬ |
৩৯.৬৮ |
৩৭.৮৮ |
৩৬.২৩ |
৩৪.৭১ |
৩৩.৩২ |
৩২.০৩ |
৩০.৮৫ |
২৯.৭৫ |
২৮.৭৪ |
২৭.৮০ |
৩৩ |
৪৪.০৭ |
৪১.৯০ |
৩৯.৯৩ |
৩৮.১২ |
৩৬.৪৭ |
৩৪.৯৬ |
৩৩.৫৬ |
৩২.২৮ |
৩১.১০ |
৩০.০১ |
২৯.০০ |
৩৪ |
৪৬.৭২ |
৪৪.৩৩ |
৪২.১৬ |
৪০.১৮ |
৩৮.৩৮ |
৩৬.৭৩ |
৩৫.২২ |
৩৩.৮৩ |
৩২.৫৫ |
৩১.৩৭ |
৩০.২৯ |
৩৫ |
৪৯.৬৫ |
৪৭.০০ |
৪৪.৬০ |
৪২.৪৩ |
৪০.৪৬ |
৩৮.৬৬ |
৩৭.০১ |
৩৫.৫০ |
৩৪.১১ |
৩২.৮৪ |
৩১.৬৭ |
প্রিমিয়াম হিসাব( চলমান..):
৪৯ |
১৯৬.৪৮ |
১৬৭.৩৯ |
১৪৫.৬৩ |
১২৮.৭৫ |
১১৫.২৯ |
১০৪.৩৩ |
৯৫.২৪ |
৮৭.৫৯ |
৮১.০৭ |
৭৫.৪৭ |
৭০.৬১ |
৫০ |
২৩৮.৬৭ |
১৯৭.৬৮ |
১৬৮.৪৭ |
১৪৬.৬২ |
১২৯.৬৮ |
১১৬.১৮ |
১০৫.১৮ |
৯৬.০৬ |
৮৮.৪০ |
৮১.৮৭ |
৭৬.২৬ |
৫১ |
|
২৪০.১১ |
১৯৮.৯৫ |
১৬৯.৬২ |
১৪৭.৬৮ |
১৩০.৬৮ |
১১৭.১৩ |
১০৬.০৯ |
৯৬.৯৫ |
৮৯.২৭ |
৮২.৭৩ |
৫২ |
|
|
২৪১.৬৩ |
২০০.২৯ |
১৭০.৮৩ |
১৪৮.৮০ |
১৩১.৭৩ |
১১৮.১৪ |
১০৭.০৭ |
৯৭.৯১ |
৯০.২১ |
৫৩ |
|
|
|
২৪৩.২৪ |
২০১.৭০ |
১৭২.১২ |
১৫০.০০ |
১৩২.৮৬ |
১১৯.২২ |
১০৮.১২ |
৯৮.৯৩ |
৫৪ |
|
|
|
|
২৪৪.৯৩ |
২০৩.২০ |
১৭৩.৪৮ |
১৫১.২৭ |
১৩৪.০৭ |
১২০.৩৮ |
১০৯.২৫ |
৫৫ |
|
|
|
|
|
২৪৬.৭২ |
২০৪.৭৯ |
১৭৪.৯৩ |
১৫২.৬৩ |
১৩৫.৩৬ |
১২১.৬৩ |
৫৬ |
|
|
|
|
|
|
২৪৮.৬২ |
২০৬.৪৯ |
১৭৬.৪৯ |
১৫৪.০৯ |
১৩৬.৭৬ |
৫৭ |
|
|
|
|
|
|
|
২৫০.৬৫ |
২০৮.৩০ |
১৭৮.১৬ |
১৫৫.৬৭ |
৫৮ |
|
|
|
|
|
|
|
|
২৫২.৮২ |
২১০.২৫ |
১৭৯.৯৭ |
৫৯ |
|
|
|
|
|
|
|
|
|
২৫৫.১৫ |
২১২.৩৬ |
৬০ |
|
|
|
|
|
|
|
|
|
|
২৫৭.৬৭ |
প্রিমিয়াম হিসাব :
মোট প্রিমিয়াম ও বোনাসের হিসাব:
মাসিক পেনশন ও মোট প্রাপ্তি:
মাসিক পেনশন ও মোট প্রাপ্তি:
গ্যারান্টিকৃত পেনশন |
ফ্যাক্টর |
বীমা দাবী |
প্রাপ্য পেনশন (টাকা) |
|
|
প্রতি মাসে |
মেয়াদে মোট |
|
|||
১০ বছর |
৮৭.২৩ |
২০,৪০,০০০ |
২৩,৩৮৬ |
২৮,০৬,৩২০ |
|
১৫ বছর |
১১৩.১২ |
২০,৪০,০০০ |
১৮,০৩৪ |
৩২,৪৬,১২০ |
|
২০ বছর |
১৩১.৫৮ |
২০,৪০,০০০ |
১৫,৫০৪ |
৩৭,২০,৯৬০ |
|
মাসিক পেনশন ও মোট প্রাপ্তি:
২০,৪০,০০০ টাকার ৫০% নিলে মাসিক পেনশন
গ্যারান্টিকৃত পেনশন |
ফ্যাক্টর |
বীমা দাবী |
প্রাপ্য পেনশন (টাকা) |
|
প্রতি মাসে |
মেয়াদে মোট |
|||
১০ বছর |
৮৭.২৩ |
১০,২০,০০০ |
১১,৬৯৩ |
১৪,০৩,১৬০ |
১৫ বছর |
১১৩.১২ |
১০,২০,০০০ |
৯,০১৭ |
১৬,২৩,০৬০ |
২০ বছর |
১৩১.৫৮ |
১০,২০,০০০ |
৭,৭৫২ |
১৮,৬০,৪৮০ |
পর্যালোচনা:
সার্বিক পর্যালোচনায় উক্ত পেনশন স্কীমটি একটি অত্যাধুনিক ও বর্তমান দাবী মেটাতে সক্ষম বলে আমরা আশা করি।
স্কিম বিষয়ে কোন প্রশ্ন থাকলে?
১. জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) টেবিল নং-৬১”
২. জেবিসি প্রত্যাশিত মাসিক সঞ্চয়ী স্কিম (লাভ সহ)টেবিল নং-৬২”
এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ কৃষক, শ্রমিক সমাবায়ী, কামার-কুমার, পশুপালক গার্মেন্টস শ্রমিক রিক্সাওয়ালাসহ সকল শ্রেণীর বীমা গ্রাহক বিশেষ করে দেশের মহিলাদেরকে জীবন বীমার সুবিধা পৌঁছে দেয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন “প্রত্যাশিত মাসিক সঞ্চয়ী স্কিম (লাভ সহ) টেবিল নং-৬২” প্রবর্তন করেছে। এই স্কিমের অন্যতম সুবিধা হল বীমার মেয়াদ অর্ধেক পার হবার পর বীমা অংকের ৩০% কিস্তিতে প্রদান করা হবে, ফলে ভবিষ্যতে আর্থিক প্রয়োজন মেয়াদপূর্তির পূর্বে মেটাতে সক্ষম হবে। এই স্কিম চালুর ফলে দেশের আপামর জনগণ মাসিক কিস্তিতে স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমার সুবিধা গ্রহণ করতে পারবে। অপরদিকে তাদের অকাল মৃত্যুতে তাদের পরিবার আর্থিক নিরাপত্তা পাবে। সাথে সাথে মেয়াদপূর্তিতে লাভ টাকা পেয়ে ভবিষ্যতে আর্থিক চাহিদা মেটাতে পারবে।
নতুন স্কিম এর বৈশিষ্ট্য নিরূপণঃ
০১। মেয়াদ সর্বনিম্ন ১২ বছর হতে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত।
০২। মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।
০৩। সর্বনিম্ন মাসিক জমা ১০০/- টাকা সর্বোচ্চ পরিমাণ টাকা ১৫০০/- টাকা, সর্বোচ্চ এক বছরের (১২ মাসের) টাকা প্রিমিয়াম অগ্রিম প্রদান করতে পারবে।
০৪। সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ১২ বছর মেয়াদের ক্ষেত্রে ৪৮ বছর এবং ১৬ বছর মেয়াদের ক্ষেত্রে ৪৪ বছর। মেয়াদ পূর্ণকালীণ বয়স ৬০ বছরের বেশি হবে না।
০৫। এই বীমার জন্য শুধুমাত্র একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে। প্রস্তাবপত্রের সাথে বয়সের প্রমাণক অবশ্যই দাখিল করতে হবে।
০৬। কোন ডাক্তারি পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হবে না
০৭। ১২ বছর মেয়াদের ক্ষেত্রে প্রথম ৬ বছর নিয়মিত পরিশোধ করার পর বীমা অংকের ৩০% প্রদান করা হবে। ১৬ বছর মেয়াদের ক্ষেত্রে প্রথম ৮ বছর পরিশোধ করার পর বীমা অংকের ৩০% প্রদান করা হবে।
০৮। নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে মেযাদ পূর্তীতে অবশিষ্ট বীমা অংক অর্জিত লাভসহ প্রদান করা হবে।
০৯। প্রথম কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যু হলে পুরো বীমা অংক অর্জিত লাভসহ প্রদান করা হবে।
১০। প্রদত্ত প্রিমিয়াম এর উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবির টাকা নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়করমুক্ত।
১১। এই বীমায় দুই বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
মাসিক কিস্তি ও বীমা অংকের পরিমাণ নিম্নে দেওয়া হল
মাসিক প্রিমিয়াম |
মেয়াদ |
বীমা অংক |
১০০ |
১২ |
১২,৫০০ |
১০০ |
১৬ |
১৭,৫০০ |