ভূমিকা:
এই বীমা পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে অভিভাবকগণকে তাঁদের সন্তানদের বিবাহকালীন ব্যয় নির্বাহের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা। এছাড়াও সন্তানদের উচ্চ শিক্ষা বা অন্য নানাবিধ ভবিষ্যৎ বিশেষ প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে উপর্যুক্ত মেয়াদে এ বীমা পলিসি ক্রয় করলে বীমা গ্রাহকদের ঐ সমস্ত প্রয়োজনের সম্ভাব্য ব্যয় বীমার মাধ্যমে মেটাতে সক্ষম হবেন।
যাদের জন্য উপযোগী:
যে সমস্ত পিতা/মাতা তার সন্তানদের বিবাহকালীন ব্যয় এবং সন্তানের উচ্চ শিক্ষার খরচের নির্বাহের জন্য দুঃশ্চিন্তাগ্রস্থ তাদের জন্যই এই পরিকল্পটি। পুরুষ এবং মহিলা যাদের বয়স ২০ বছরের কম বা ৫০ বছরের বেশী নয় তারা এই পলিসিটি ক্রয় করতে পারবেন ।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: