Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৪

ম্যারেজ এন্ডাওমেন্ট পলিসি (লাভসহ) (টেবিল-০৭)

ভূমিকা:

এই বীমা পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে অভিভাবকগণকে  তাঁদের সন্তানদের  বিবাহকালীন ব্যয় নির্বাহের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা। এছাড়াও সন্তানদের  উচ্চ শিক্ষা বা অন্য নানাবিধ ভবিষ্যৎ বিশেষ প্রয়োজনের দিকে  লক্ষ্য রেখে উপর্যুক্ত মেয়াদে এ বীমা পলিসি ক্রয় করলে বীমা গ্রাহকদের  ঐ সমস্ত প্রয়োজনের সম্ভাব্য ব্যয় বীমার মাধ্যমে মেটাতে সক্ষম হবেন।

 

যাদের জন্য উপযোগী:

যে সমস্ত পিতা/মাতা তার সন্তানদের বিবাহকালীন ব্যয় এবং সন্তানের উচ্চ শিক্ষার খরচের নির্বাহের জন্য দুঃশ্চিন্তাগ্রস্থ তাদের জন্যই এই পরিকল্পটি। পুরুষ এবং মহিলা যাদের বয়স ২০ বছরের কম বা ৫০ বছরের বেশী নয় তারা এই পলিসিটি ক্রয় করতে পারবেন ।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর। 
  • মেয়াদ: ০৫ থেকে ২০ বছর ।
  • মেয়াদ পূর্তিকালীন সর্বোচ্চ বয়স: ৬৪ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • সর্বনিম্ন ০৫ (পাঁচ) বছর এবং সর্বোচ্চ ২০ (বিশ) বছর মেয়াদের জন্য এ পলিসি গ্রহণ করা যায়।
  • এ পরিকল্পনায় বীমাকৃত টাকা অর্জিত বোনাসসহ কেবল বীমার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরই পাওয়া যায়।
  • যদি মেয়াদপূর্তির পৃর্বে বীমাগ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদ পূর্তির দিন পর্যন্ত দেয় সকল প্রিমিয়াম মওকুফ হয়ে হয়ে যায় এবং মেয়াদান্তে পূর্ণ মেয়াদের অর্জিত বোনাসসহ বীমাকৃত টাকা নমীনিকে প্রদান করা হয়।
  • যে সন্তানদের জন্য এ বীমাপত্র নেওয়া হয়, বীমার মেয়াদকালে তার মৃত্যু হলে ১ম বছরের প্রিমিয়াম বাদে প্রদত্ত সকল প্রিমিয়াম অর্জিত বোনাসসহ ফেরত দেওয়া হয়। অন্যথায়, গৃহীত বীমা অন্য কোন সন্তানের উপকারার্থে চালু রাখা যেতে পারে। 
  • এ বীমায় সমর্পণ মূল্য ও ঋণ প্রদান করা হয়।
  • এ বীমার সঙ্গে কোন অতিরিক্ত সুবিধার (Supplementary
  •  বীমা গ্রহণ করা যায় না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।