Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৪

আজীবন বীমা (লাভবিহীন) (টেবিল নং-২১)

ভূমিকা:

কর্পোরেশনের আজীবন বীমা কিন্তু সত্যি সত্যি আজীবন বীমা নয়। কারণ বীমাগ্রাহক যদি ৮৫ বছর বয়স পর্যন্ত জীবিত থাকেন তবে তিনি নিজেই বীমাকৃত টাকা পেয়ে যাবেন। এ পরিকল্পনায় প্রিমিয়াম হার সব চাইতে কম। সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ নিরাপত্তার সুবিধা এই বীমায় পাওয়া যায়।

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা অন্যান্য পেশাজীবী যারা স্বল্প প্রিমিয়াম দিয়ে দীর্ঘ সময়ের জন্য জীবনের ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য এই পরিকল্পটি বিশেষভাবে উপযোগী।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  •  প্রবেশকালীন সর্বনিম্ন বয়স ২০ এবং সর্বোচ্চ ৫৫ বছর।
  • সর্বোচ্চ বীমা অঙ্ক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • ৮০ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম জমা প্রদান করতে হবে।
  • এই পরিকল্পনায় বীমাকৃত অর্থ কেবল বীমার মেয়াদ অতিক্রন্ত হওয়ার পরেই অর্থাৎ ৮৫ বছর বয়সে মূল বীমা অংক পাওয়া যায়।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • এই পরিকল্পনায় বীমা অঙ্ক ৫,০০০/- টাকার কম হলে প্রিমিয়াম প্রদান পদ্ধতি অবশ্যই বার্ষিক হবে কিন্তু  ৫,০০০/- টাকার বেশি কিন্তু ১০,০০০/- টাকার কম হলে ষান্মাসিক কিস্তিতে প্রদান করা যাবে।
  • এই বীমার সঙ্গে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা দুর্ঘটনাজনিত অঙ্গহানি সুবিধা যোগ করা যেতে পারে। বীমাগ্রাহকের ৬০ ও ৫৫ বছর বয়সের সময় যথাক্রমে এই অতিরিক্ত সুবিধাগুলি বাতিল হয়ে যাবে।
  • এই বীমায় পারিবারিক নিরাপত্তা সুবিধা যোগ করা যেতে পারে। অবশ্যই তার সর্বোচ্চ মেয়াদ ২০ বছরের বেশী হবে না।
  • প্রদত্ত প্রিমিয়াম উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • বীমা স্কিমটি ২ (দুই) বা ততোধিক বছর সচল থাকার পর বীমাগ্রাহককে ঋণ ও সমর্পণ মূল্য প্রদান করা যাবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।