ভূমিকা:
কর্পোরেশনের আজীবন বীমা কিন্তু সত্যি সত্যি আজীবন বীমা নয়। কারণ বীমাগ্রাহক যদি ৮৫ বছর বয়স পর্যন্ত জীবিত থাকেন তবে তিনি নিজেই বীমাকৃত টাকা পেয়ে যাবেন। এ পরিকল্পনায় প্রিমিয়াম হার সব চাইতে কম। সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ নিরাপত্তার সুবিধা এই বীমায় পাওয়া যায়।
যাদের জন্য উপযোগী:
বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা অন্যান্য পেশাজীবী যারা স্বল্প প্রিমিয়াম দিয়ে দীর্ঘ সময়ের জন্য জীবনের ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য এই পরিকল্পটি বিশেষভাবে উপযোগী।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: