Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০২৪

একক প্রিমিয়াম বীমা (লাভসহ) (টেবিল-১৭)

ভূমিকা: 

জীবন বীমা কর্পোরেশনে বিভিন্ন ধরণের বীমা পলিসি রয়েছে। এ পলিসিগুলোতে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করা হয়। সম্মানিত বীমাগ্রহীতাদের প্রতি বছর প্রিমিয়াম জমা দেয়ার বিড়ম্বনা এড়ানোর লক্ষ্যে কর্পোরেশন শুধুমাত্র একটি প্রিমিয়াম প্রদানে এ বীমাটি চালু করেছে।

 

যাদের জন্য উপযোগী: 

এই বীমা পলিসিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ,  অথবা অন্যান্য পেশাজীবি যারা  স্ব স্ব পেশা হতে এককালীণ অর্থ উপার্জন করেন তাদের জন্য এই বীমাটি বিশেষভাবে উপযোগী।  বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র নির্ধারণ করতে না পারায় ভবিষ্যত আর্থিক নিরাপত্তার বিষয়ে উপযোগী এই বীমা এককালীণ অর্থের প্রবাহ ভবিষ্যত নিজ ও পারিবারিক নিরাপত্তার জন্য একটি আকর্ষনীয় ব্যবস্থা। বীমাগ্রাহকের বিনিয়োগ সুবিধার জন্য শুধুমাত্র প্রস্তাবপত্র ও অবলিখকের চাহিদা অনুযায়ী কাগজপত্র দাখিল সাপেক্ষে অত্যন্ত স্বল্প সময়ে এই বীমাটি গ্রহণ করতে পারবেন।

 

বৈশিষ্ট্যাবলী ও শর্তাবলী:

  • প্রবেশকালীন বয়স: সবনিম্ন ২০ বছর ও সর্বোচ্চ ৬২ বছর ।
  • মেয়াদ: ০৫ বছর ও ১০ বছর।
  • সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের সামর্থ্য অনুযায়ী।
  • একটি মাত্র প্রিমিয়াম প্রদান করতে হয়। ইহা Fixed Deposit Scheme এর অনুরূপ। 
  • মেয়াদ পূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত টাকা বোনাসসহ প্রদান।
  • এই বীমার জন্য দেয় প্রিমিয়ামের উপরেও আয়কর রেয়াত পাওয়া যায়।
  • এই পরিকল্পনায় ঋণ গ্রহণ প্রযোজ্য নয় তবে পলিসি সমর্পণ করতে পারবেন।
  • বীমা অংক ও প্রিমিয়াম প্রদান পদ্ধতির জন্য রেয়াত প্রযোজ্য নেই।
  • এ বীমায় প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।