Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৬

প্রগতিশীল মেয়াদী বীমা (লাভসহ) প্ল্যান-০৪

এই পরিকল্পনার মাধ্যমে অপেক্ষাকৃত কম প্রিমিয়ামে বড় অঙ্কের বীমা গ্রহণের সুযোগ পাওয়া যায়। কর্মজীবনের প্রারম্ভে যুবক-যুবতীগণ এই বীমাকেই পছন্দ করেন। সাধারণতঃ বীমার প্রথম পাঁচ বছর কম হারে প্রিমিয়াম দিতে হয়। এই সময় পরে যখন আয় উলেখে যাগ্য ভাবে বেড়ে যায় তখন অপেক্ষাকৃত বর্দ্ধিত হারে প্রিমিয়াম দিতে হয়।

সুবিধাসমূহ :-

(১) প্রগতিশীল মেয়াদী বীমা এক বিশেষ রকমের মেয়াদী বীমা যার মেয়াদ বীমাগ্রাহকের ৭০ বছরে শেষ হয় । তবে, সাধারণতঃ বীমাগ্রাহক বীমাগ্রহণের পাঁচ বছর পরে, পরবর্তীকালে বর্দ্ধিত হারে প্রিমিয়াম প্রদান সাপেক্ষে ইহার মেয়াদ কম করে নিতে পারেন। এই সুযোগ গ্রহণ করতে হলে রূপান্তর করার সময় বীমার বাকী মেয়াদ কমপক্ষে ১০ বছর হতে হবে। যদি এই বিশেষ সুবিধা বীমাগ্রাহক গ্রহণ না করে থাকেন তবে বীমা সোজাসুজি ৭০ বছরে পূর্ণতা লাভ করে। পাঁচ বছরের আগে বা তারও পরে রূপান্তর করতে গেলে পরিবর্তিত প্রিমিয়ামের হার কর্পোরেশনের অফিস থেকে অনুরোধক্রমে পাওয়া যাবে।

(২) রূপান্তর করার সময় ডাক্তারী পরীক্ষার প্রয়োজন নেই। এই বীমার সঙ্গে কোন অতিরিক্ত  সুবিধার বীমা (Supplementary benefit)) গ্রহণ করা যায় না।