Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৪

প্রমিলা ডি.পি.এস. বীমা (লাভসহ) (টেবিল নং-৬৪)

ভূমিকা:

বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এদেশে নারী সমাজের ভূমিকা অপরিসীম। অল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিতসহ সকল নারীর অর্থনৈতিক,রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষমতায়ন প্রয়োজন। একই সাথে বীমা নীতিতে বীমায় নারীর বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশন নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং বীমা নীতির গুরুত্ব অনুধাবন করে নারীদের জন্য বিশেষ  সুবিধা সম্বলিত একটি নতুন স্কিম প্রণয়ণ করেছে।

 

যাদের জন্য উপযোগী : 

এই বীমা নারী জাতীকে সম্মান প্রদর্শণের জন্য সকল পেশাজীবি মহিলাগণ (শিক্ষিত ও অশিক্ষিত) তাদের আয়ের সামর্থ অনুযায়ী পলিসিটি গ্রহণ করতে পারবে। এ বীমা গ্রহণের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ বিশেষ করে নারীগণ মাসিক কিস্তিতে স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারবে। এ বীমার নাম প্রমিলা ডিপিএস  স্কিম হলেও পুরুষ এবং মহিলা উভয়েই এ বীমা গ্রহণ করতে পারবেন।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • সর্বনিম্ন প্রবেশকালীন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর।
  • বীমার মেয়াদ ০৫ বছর  থেকে ১৫ বছর।
  • মেয়াদপূর্তীকালীন বয়স ৬০ বছরের বেশি হবে না।
  • মাসিক কিস্তিতে প্রিমিয়াম জমা দিতে হবে।
  • সর্বোচ্চ এক বছরের (১২ মাসের) প্রিমিয়াম অগ্রিম প্রদান করা যাবে।
  • সর্বনিম্ন  মাসিক প্রিমিয়াম ১০০/- (একশত) টাকা সর্বোচ্চ মাসিক প্রিমিয়াম ১০,০০০/- (দশ হাজার) টাকা।
  • মেয়াদ শেষে বীমাকৃত অর্থ লাভসহ বীমাগ্রাহককে প্রদান করা হয়।
  • মেয়াদপূর্তির আগে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত অর্থ অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
  • এ বীমায় মহিলা জীবনের জন্য প্রচলিত প্রথম গর্ভধারণ ধারা প্রযোজ্য হবে না। 
  • এ বীমার নাম প্রমিলা ডি.পি.এস. স্কিম হলেও পুরুষ এবং মহিলা উভয়-ই গ্রহণ করতে পারবেন।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
  • বীমা দুই বছর চালু থাকার পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
  • এ বীমায় প্রিমিয়াম দেয় পদ্ধতিতে অপশন শুধু ‘সি’ প্রযোজ্য হবে।
  • বড় অঙ্কের বীমা এবং দেয় পদ্ধতির উপর কোন রিবেট প্রদান করা হবে না।
  • এই বীমার সঙ্গে অতিরিক্ত সুবিধার বীমা (Suplementary Benefit) গ্রহণ করা যাবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়কর মুক্ত।