ভূমিকা:
বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এদেশে নারী সমাজের ভূমিকা অপরিসীম। অল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিতসহ সকল নারীর অর্থনৈতিক,রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষমতায়ন প্রয়োজন। একই সাথে বীমা নীতিতে বীমায় নারীর বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশন নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং বীমা নীতির গুরুত্ব অনুধাবন করে নারীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত একটি নতুন স্কিম প্রণয়ণ করেছে।
যাদের জন্য উপযোগী :
এই বীমা নারী জাতীকে সম্মান প্রদর্শণের জন্য সকল পেশাজীবি মহিলাগণ (শিক্ষিত ও অশিক্ষিত) তাদের আয়ের সামর্থ অনুযায়ী পলিসিটি গ্রহণ করতে পারবে। এ বীমা গ্রহণের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ বিশেষ করে নারীগণ মাসিক কিস্তিতে স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারবে। এ বীমার নাম প্রমিলা ডিপিএস স্কিম হলেও পুরুষ এবং মহিলা উভয়েই এ বীমা গ্রহণ করতে পারবেন।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: