Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০২৪

মেয়াদী বীমা (লাভবিহীন) (টেবিল-২৩)

ভূমিকা:

পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা এবং পরিবারের জন্য সঞ্চয় সৃষ্টি করা এ বীমা পরিকল্পনার মূল উদ্দেশ্য। আপনার কষ্টার্জিত টাকা নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের একটি উত্তম মাধ্যম হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের এই পরিকল্পটি। অবসর জীবনে বা ছেলে মেয়েদের শিক্ষার জন্য বা ব্যবসায়ের মূলধন এরূপ পরিবারের নানাবিধ আর্থিক প্রয়োজন মিটাতে সক্ষম এ মেয়াদী বীমা । 

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, প্রবাসীগণ অথবা অন্যান্য পেশাজীবী। যারা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং দীর্ঘ মেয়াদী সঞ্চয় ও বিনিয়োগে আগ্রহী, তাদের জন্যই এই পরিকল্পটি।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ বছর। ডাক্তারী পরীক্ষায় ‘উন্নতমান’ শ্রেণী ভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫৫ বছর এবং ‘অনুন্নতমান’ শ্রেণী ভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫০ বছর।
  • বীমা অঙ্ক: সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • মেয়াদ: ১০ থেকে ৫০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: বার্ষিক।
  • প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। 
  • মেয়াদপূর্তীকালীন সর্বোচ্চ বয়স ৭০ বছর; কিন্তু ‘অনুন্নতমান’ শ্রেণীভূক্তদের বেলায় ৬৫ বছর।
  • বীমার মেয়াদপূর্তিতে মূল বীমা অঙ্ক বীমাগ্রাহককে প্রদান।
  • মেয়াদপূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে নমিনীকে বীমাকৃত টাকা প্রদান। 
  • ০২ বছর চালু থাকার পর এ পরিকল্পনায় ঋণ ও পরিশোধিত মূল্য প্রদান করা হয়।
  • এই বীমার সাথে  অতিরিক্ত বীমা সুবিধা গ্রহণ করা যাবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।