Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

বহু কিস্তি বীমা (লাভসহ) (টেবিল-০৬)

ভূমিকা:

মেয়াদপূতির পূর্বে বীমাগ্রাহকের আর্থিক প্রয়োজন মেটানো এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। তাছাড়া বহুকিস্তি বীমা ক্রয়ের মাধ্যমে বীমাগ্রাহক তার পোষ্যদেরও আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। বীমাকৃত অর্থ মেয়াদকালে প্রথম চার বছর পর থেকে প্রতি দুই বছর পর পর প্রদান করার ব্যবস্থা থাকায় এই বীমা ভবিষ্যৎ আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম বিধায় এই বীমার নামকরণ হয়েছে বহু কিস্তি বীমা। 

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত সরকারি-বেসরকারি চাকুরীজীবী, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ, ঠিকাদার, অন্যান্য পেশাজীবী অথবা যে কোন বাংলাদেশী নাগরিক, যারা মেয়াদপূর্তীর পূর্বে পারিবারিক আর্থিক প্রয়োজন মিটাতে চান এবং ব্যবসায়ীগণ যারা ব্যবসার পুঁজির জন্য দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করতে আগ্রহী নয়, তাদের জন্য এই বীমাটি বিশেষ উপযোগী।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ ও সর্বোচ্চ ৫০ বছর।
  • সর্বনিম্ন বীমা অংক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা এবং সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • মেয়াদ: ১০, ১৫,  ও ২০ বছর।
  • মেয়াদপূর্তিকালীন বয়স: সর্বোচ্চ ৬০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক, বার্ষিক।
  • একাধিকবার কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও মেয়াদপূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে সম্পূর্ণ বীমাকৃত টাকা বোনাসসহ  নমিনীকে প্রদান।
  • মেয়াদপূর্তিতে বীমাগ্রাহককে অর্জিত বোনাসসহ মূল বীমা অংক প্রদান।
  • এ পরিকল্পনা ০২ বা ততোধিক বছর চালু থাকার পর ঋণ, সমর্পণ মূল্য ও পরিশোধিত মূল্য মূল্য গ্রহণ করতে পারবে ।
  • এই বীমার সাথে পারিবারিক নিরাপত্তা বীমা/পারিবারিক পেনশন বীমা গ্রহণ করা যায় না ।
  • এ বীমায় সহযোগী বীমা হিসেবে স্বাস্থ্য বীমা সুবিধা হিসেবে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করতে পারবে ।
  • এ বীমায় সহযোগী বীমা হিসেবে মারাত্মক রোগের সুবিধা হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত  গ্রহণ করতে পারবে ।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।