ভূমিকা:
এই বীমা পরিকল্পনায় যুগ্মভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর দেয়া হয়। যে কোন বৃত্তি থেকে তাহার নিজস্ব রোজগার থাকতে হবে। মাতা-পিতা ভিন্ন অন্য কেহ এই পরিকল্পনায় প্রিমিয়াম দাতা হতে পারবে না।
যাদের জন্য উপযোগী:
সাধারণত: শিশুর পিতা এই পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হিসেবে বিবেচিত হন। যদি পিতা জীবিত না থাকেন অথবা বীমা গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হন তাহলে শিশুর মাতা এই পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হতে পারেন। শিশুর মাতাকে সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষিতা (মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ) হতে হবে। এই পরিকল্পনার অধীনে শিশুর জন্য বহুমুখী নিরাপত্তা প্রদান করা হয়। যে সমস্ত পিতা মাতা তার সন্তানের ভবিষ্যত সুরক্ষার জন্য অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্যই এই পরিকল্পটি।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: