Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

শিশু নিরাপত্তা বীমা (লাভসহ) (টেবিল নং-০৯)

ভূমিকা:

এই বীমা পরিকল্পনায় যুগ্মভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর দেয়া হয়। যে কোন বৃত্তি থেকে তাহার নিজস্ব রোজগার থাকতে হবে। মাতা-পিতা ভিন্ন অন্য কেহ এই পরিকল্পনায় প্রিমিয়াম দাতা হতে পারবে না।

 

যাদের জন্য উপযোগী:

সাধারণত: শিশুর পিতা এই পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হিসেবে বিবেচিত হন। যদি পিতা জীবিত না থাকেন অথবা বীমা গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হন তাহলে শিশুর মাতা এই পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হতে পারেন। শিশুর মাতাকে সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষিতা (মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ) হতে হবে। এই পরিকল্পনার অধীনে শিশুর জন্য বহুমুখী নিরাপত্তা প্রদান করা হয়। যে সমস্ত পিতা মাতা তার সন্তানের ভবিষ্যত সুরক্ষার জন্য অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্যই এই পরিকল্পটি।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: শিশুর সর্বনিম্ন বয়স ৬ মাস এবং সর্বোচ্চ ১৭ বছর ।
  • প্রবেশকালীণ বয়স: প্রিমিয়াম দাতার সর্বনিম্ন বয়স ২০ এবং সর্বোচ্চ ৫০ বছর।
  • সর্বনিম্ন বীমা অংক ৬,০০০/-, সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • মেয়াদ: ৮-২৪ বছর।
  • শিশুর মেয়াদপূর্তিকালীন বয়স ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • যদি মেয়াদপূর্তির পূর্বে প্রিমিয়ামদাতার মৃত্যু হয় তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদপূর্তি পর্যন্ত দেয় সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যায়।
  • প্রতি হাজার বীমার জন্য বার্ষিক ১০০ টাকা হারে প্রিমিয়াম দাতার মৃত্যুকাল হতে শুরু করে মেয়াদপূর্তি পর্যন্ত অথবা মেয়াদপূর্তির পূর্বে শিশুর মৃত্যু হলে শিশুর মৃত্যুর দিন পর্যন্ত দেয়া হয়।
  • মেয়াদপূর্তিতে অর্জিত বোনাসসহ বীমা অংকের সম্পূর্ণ টাকা প্রদান করা হয়।
  • যদি প্রিমিয়ামদাতা ও শিশু দুজনেই বীমার মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে মেয়াদপূর্তিতে অর্জিত বোনাসসহ বীমাকৃত অর্থ প্রদান করা হয়।
  • ডাক্তারী পরীক্ষাবিহীন কোন প্রস্তাবপত্র বিবেচনা করা যাবে না। ডাক্তারী পরীক্ষায় শিশু ও প্রিমিয়ামদাতা উভয়েই উন্নতমান জীবন হিসেবে প্রতীয়মান হলে প্রস্তাবপত্র গৃহীত হবে।
  • এই বীমায় সমর্পণ মূল্য দেওয়া হয় তবে ঋণ দেয়া হয় না।
  • এই বীমার সঙ্গে অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary benefit) গ্রহণ করা যাবে না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon