Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৪

দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা (লাভসহ) (টেবিল-১০)

ভূমিকা:

কর্মজীবনের প্রারম্ভিক দিনগুলিতে একজন মানুষের আয় তেমন বেশী হয় না। ফলে পরিবারের নিরাপত্তার জন্য যেমন মোটা অংকর সঞ্চয় করা যায় না; তেমনি ইচ্ছা থাকলেও পর্যাপ্ত জীবন বীমায় ব্যবস্থা গ্রহণ করা যায় না। এই সময়ে একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে পরিবারের আর্থিক অনটন দেখা দেয়। যারা স্বল্প প্রিমিয়াম দিয়ে সর্বোচ্চ পরিমাণ আর্থিক নিরাপত্তা পেতে চায়, তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন প্রবর্তন করেছেন ‘দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা’। এ পরিকল্পনায় বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে মূল বীমার দ্বিগুণ অর্থ প্রদান করা হয় এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ বীমাকৃত অঙ্ক প্রদান করা হয়।

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা অন্যান্য পেশাজীবী যারা পরিবারের নিরাপত্তার জন্য বড় অঙ্কের সঞ্চয় করতে পারে না তাদের জন্য তুলনামূলকভাবে অল্প প্রিমিয়াম দিয়ে জীবনের দ্বিগুণ ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্যই  জীবন বীমা কর্পোরেশন ‘দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা’

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স:  সর্বনিম্ন বয়স ২০বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর।
  • মেয়াদ: ১০, ১৫, ২০ ও ২৫ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • মেয়াদপূর্তীকালীন সর্বোচ্চ বয়স: ৬৫ বছর।
  • মেয়াদপূর্তির পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে বীমাকৃত টাকার দ্বিগুণ অর্থ প্রদান করা হয়।
  • এ পরিকল্পনায় মেয়াদপূর্তিতে অর্জিত বোনাসসহ মূল বীমা অঙ্ক প্রদান করা হয়।
  • এ বীমায় মেয়াদপূর্তীর অন্তত ১০ (দশ) বছর আগে চুক্তি পরিবর্তনের সুবিধা গ্রহণ করা যায়।
  • চুক্তি পরিবর্তনের সময় নতুন করে কোন ডাক্তারী পরীক্ষার প্রয়োজন হবে না।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
  • এই বীমায় সমর্পণ মূল্য, ঋণ এবং পরিশোধিত মূল্য পাওয়া যায়।
  • এই বীমার সাথে কোনো অতিরিক্ত সুবিধার বীমা (Suplementary Benefit) গ্রহণ করা যায় না।
  • মরণোত্তোর দাবীর টাকা আয়করমুক্ত।