ভূমিকা:
কর্মজীবনের প্রারম্ভিক দিনগুলিতে একজন মানুষের আয় তেমন বেশী হয় না। ফলে পরিবারের নিরাপত্তার জন্য যেমন মোটা অংকর সঞ্চয় করা যায় না; তেমনি ইচ্ছা থাকলেও পর্যাপ্ত জীবন বীমায় ব্যবস্থা গ্রহণ করা যায় না। এই সময়ে একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে পরিবারের আর্থিক অনটন দেখা দেয়। যারা স্বল্প প্রিমিয়াম দিয়ে সর্বোচ্চ পরিমাণ আর্থিক নিরাপত্তা পেতে চায়, তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন প্রবর্তন করেছেন ‘দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা’। এ পরিকল্পনায় বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে মূল বীমার দ্বিগুণ অর্থ প্রদান করা হয় এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ বীমাকৃত অঙ্ক প্রদান করা হয়।
যাদের জন্য উপযোগী:
বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, প্রবাসীগণ, ব্যবসায়ীগণ অথবা অন্যান্য পেশাজীবী যারা পরিবারের নিরাপত্তার জন্য বড় অঙ্কের সঞ্চয় করতে পারে না তাদের জন্য তুলনামূলকভাবে অল্প প্রিমিয়াম দিয়ে জীবনের দ্বিগুণ ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্যই জীবন বীমা কর্পোরেশন ‘দ্বৈত-নিরাপত্তা মেয়াদী বীমা’।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: