Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ডিসেম্বর ২০২৩

জীবন বীমা কর্পোরেশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত


প্রকাশন তারিখ : 2023-12-16

আজ ১৬ ডিসেম্বর সকাল ১১:০০ ঘটিকায় জীবন বীমা কর্পোরেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, কোরআন খানি, মুক্তিযোদ্ধা সম্মাননা, পোষ্য- কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ সভায় ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আসাদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব। এ সময় সিবিএ,বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তাগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার-গ্রুপ মোহাম্মদ আবু কাউছার জলিল, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সহকারী জেনারেল ম্যানেজার জনাব মোঃ ফারুক হোসেন, ম্যানেজার- পিআরডি জনাব মোঃ মিজানুর রহমান, ম্যানেজার-যানবাহন জনাব মোঃ লুৎফর রহমান, সিবিএ নেতা জনাব কামরুজ্জামান।

 

এ ছাড়া সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দীন আহম্মদ, জেনারেল ম্যানেজার (অবঃ) ও আবুল হাসেম আফগানী, ডেপুটি ম্যানেজার (অবঃ) মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের স্মৃতি চারণ করেন।