Wellcome to National Portal
  • 2024-11-05-18-44-2d822a958cda4716abcf30a3f0798b7b
  • 2024-11-09-16-55-2deb435bab7a7e687b84936c487808eb
  • 2021-12-26-06-34-8e8265ee53a73ab90bc8d3a88eb9b40b
  • 2024-08-06-14-12-5a9fcb6fb49f87b8f7baeee815a7407f
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২৫

সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2018-05-08

গত ৭/৫/২০১৮ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আলী নূর এর জীবন বীমা কর্পোরেশনে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে যোগদান এবং প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ ফরহাদ হোসেন কে বিদায় জানানোর লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত  অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশন-এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব) সভাপতি হিসাবে উপস্থিত থেকে কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্পোরেশনের জ়েনারেল ম্যানেজার (উন্নয়ন ও প্রশাসন) জনাব মোঃ আবদুল আজিজ (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব)। ছবিতে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দেখা যাচ্ছে।

2
3
4
 
6
7
8