Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪

পর্যটকদের বীমার আওতায় আনার পরিকল্পনা নিলেন জেবিসির এমডি


প্রকাশন তারিখ : 2024-02-18

জীবন বীমা কর্পোরেশনের ব্যবসা সম্প্রসারণে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারী বান্দরবানে জেলা প্রশাসনসহ এর শাখা অফিস সফর করেছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেবিসির জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান। এ সফরে সার্বিকভাবে অংশগ্রহণ করেন বান্দরবান শাখা ম্যানেজারের নেতৃত্বে উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও এজেন্টগণ। 

                  

এ সফরের অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ম্যানেজিং ডাইরেক্টর মহোদয় শহরের বাজার রোডের জীবন বীমা কর্পোরেশনের শাখা অফিস-৭৪২ পরিদর্শন করেন। একই দিন তিনি শাখা ম্যানেজার আনিচ উদ্দিন সিকদারসহ উন্নয়ন কর্মকর্তাদের সাথে নিয়ে পর্যটন ও সম্প্রীতির বান্দরবান জেলায় একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জেবিসির ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসক জনাব মুজাহিদ এর সাথে তাঁর বাসভবনে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনার সময় জেলা প্রশাসক বলেন, জেলার পর্যটন কেন্দ্রগুলোতো বিপুল  সংখ্যক পর্যটক আসেন। আর এসব কেন্দ্রগুলোতে বেড়াতে আসা পর্যটকরা পাহাড়ি উচু এলাকায় দূর্ঘটনার শিকার হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন সহায়তা প্রদানের সুযোগ নেই। তখন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর বলেন, পর্যটন কেন্দ্রে ঢোকার এন্ট্রি ফি হতে নামমাত্র টাকা প্রিমিয়াম হিসাবে দেয়া গেলে এসব মানুষদের বীমার আওতায় আনা যাবে। এতে আক্রান্ত মানুষগণও উপকৃত হবে, জেলা প্রশাসন প্রশংসিত হবে, সরকারি দায়বদ্ধতা কমবে, সর্বোপরি সরকারি এ প্রতিষ্ঠানে বীমা ব্যবসা সম্প্রসারণ হবে। এ সময় জেলা প্রশাসক মহোদয় আন্তরিক আতিথ্য দান করেন। 

 

পরদিন ১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.০০ টায় শাখা ম্যানেজারের সভাপতিত্বে অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন ও পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি কর্পোরেশনকে তার ব্যবসায়িক গতি বাড়িয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে অন্যতম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে আসার আহ্বান জানান।

ছবি-১: (বাম হতে ডানে) ম্যানেজার- পিআরডি মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, শাখা ম্যানেজার আনিচ উদ্দিন শিকদার, জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন ও টতন দাস প্রমুখ।

 

ছবি-২: জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান মহোদয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শাখা ম্যানেজার আনিচ উদ্দিন শিকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

ছবি-৩: জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান মহোদয় সফল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে উৎসাহ প্রদান করেন।