এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘ সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩” Social Security Scheme (With Profit) চালু করেছে। এই স্কীম চালুর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্ব হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে, ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে এবং বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জন্য সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।
এই বীমার সুবিধাদি ও শর্তাবলীঃ-
স্কিমটির প্রিমিয়াম রেইট নিম্নরূপঃ-
সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ)
টেবিল নং-৬৩ এর প্রিমিয়াম হার নিম্নরূপঃ-
মাসিক প্রিমিয়াম |
(টাকার) মেয়াদ (বছর) |
বীমা অংক (টাকা) |
১০০ |
১০ |
১২,০০০ |
১০০ |
১১ |
১৩,২০০ |
১০০ |
১২ |
১৪,৪০০ |
১০০ |
১৩ |
১৫,৬০০ |
১০০ |
১৪ |
১৬,৮০০ |
১০০ |
১৫ |
১৮,০০০ |